আবারও নগদ অর্থ নিয়ে হতদরিদ্রদের পাশে মেয়র জুয়েল

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের কারনে সরকারি নির্দেশনায় সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন পৌরসভার শত শত কর্মজীবি মানুষ। তাছাড়া মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করায় প্রায় সবাই নিজ বাড়িতে অবস্থান করছেন। সেই সকল বাড়িতে থাকা কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ।

প্রতিদিনের মত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় পৌর মেয়রের ব্যাক্তিগত পক্ষ থেকে রামপাশা এলাকায় কর্মহীন ১০২ নারী-পুরুষদের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।

অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাসেল মতলিব তরফদার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মেয়র জুয়েল আহমেদ জানান, মানবতার কল্যাণে অসহায়দের সহায়তা প্রদান পর্যায়ক্রমে এ ধারা অব্যহত থাকবে। এবং সমাজের এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার আহবান জানান তিনি।