ধেলাই ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে অস্ত্র হাতে থাকা আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি আনসার সদস্য। তার নাম মাহিদুর রহমান। তিনি পল্টন থানায় দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল (বুধবার) নয়াপল্টনে পুলিশের সঙ্গে অস্ত্র হাতে থাকা আর্জেন্টিনার জার্সি পরা লোকটি আনসার সদস্য। তিনি পল্টন মডেল থানায় অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন।
আনসারের নির্ধারিত পোশাক না পরে সিভিল পোশাকে দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে? আমিও তো সিভিল পোশাকে দায়িত্ব পালন করি। জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো সময় যেকোনো ধরনের পোশাক পরে দায়িত্ব পালন করতে পারেন।