ধলাই ডেস্ক: বিশ্ব ইজতেমায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। ইজতেমা স্থল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিরাপত্তার পাশাপাশি আখেরি মোনাজাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে আগতদের বিশুদ্ধ পানি সরবরাহ ও শরবতের ব্যবস্থাসহ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিচ্ছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান বলেন, সামগ্রিকভাবে বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব-১ এর সার্বিক তত্ত্বাবধানে র্যাব ফোর্সেস সদর দপ্তরসহ, ঢাকায় ৫টি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, র্যাবের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, সাদা পোশাকে টহল ও চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব শেষ হলো আজ রোববার। আখেরি মোনাজাতে দূর-দূরান্ত থেকে আগত ও ঘরমুখী মানুষের জন্য র্যাবের ব্যবস্থাপনায় ইজতেমা স্থল এবং আশপাশের বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ পানি ও শরবতের ব্যবস্থা করা হয়েছে।
আখেরি মোনাজাতে আগতদের চিকিৎসা সেবাদানের জন্য র্যাব কর্তৃক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইজতেমার চিকিৎসা কেন্দ্রে তিন দিনে প্রায় ৩ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট…