আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা উপকূলে ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত সাতজন নিহত হয়েছে। শনিবার দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র রাদিতায়া জাতি বলেন, সংস্থা সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুইজন গুরুতর ও দশজন সামান্য আহত হয়েছেন।
তিনি আরো জানিয়েছে, ৬ মাত্রার এ ভূমিকম্পটি শনিবার পূর্ব জাভা, অবকাশযাপন দ্বীপ বালিসহ বেশ কয়েকটি প্রদেশে অনুভূত হয়। এতে বেশ কয়েকটি শহরের শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প কবলিত অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার মেটেরলজি, ক্লাইমেটোলজি ও জিওফিজিক্স সংস্থা বিএমকেজি জানিয়েছে, বেশ কয়েকটি পরাঘাত হলেও সেখানে সুনামির ঝুঁকি নেই।
কয়েকটি প্রদেশের পার্লামেন্ট ভবনসহ একটি স্কুল, একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, বাতু শহরের একটি বিনোদন পার্কে বিশাল একটি গরিলার ভাস্কর্যের মাথা ভেঙে পড়েছে। কর্তৃপক্ষগুলো ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বলে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে।