ধলাই ডেস্ক: ঈদুল ফিতর আর শবে কদর মিলে এবার ঈদে ছুটি ছিল পাঁচ দিন। এ সময় পদ্মা সেতু দিয়ে ১ লাখ ৫৪ হাজার ২৮৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৪৫০ টাকা। এরমধ্যে মোটরসাইকেল থেকে শুরু করে সবধরনের যানবাহন ছিল।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট সূত্র বলছে, পারাপার হওয়া যানবাহনের মধ্যে মাওয়া প্রান্ত থেকে সেতু পাড়ি দিয়েছে ৯৩ হাজার ৫৭৯টি আর জাজিরা প্রান্ত থেকে পাড়ি দিয়েছে ৬০ হাজার ৬৮৯টি যানবাহন।
এদিকে বিপুল পরিমাণ মোটরসাইকেল পারাপারে কোনো দুর্ঘটনা ছিল না। তবে বিশৃঙ্খলার কারণে জরিমানার আওতায় আনা হয় ৫৭ মোটরসাইকেল আরোহীকে। ৩ হাজার টাকা করে আদায় করা হয় ১ লাখ ৭১ হাজার টাকা।
এ বিষয়ে মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান বলেন, যারা প্রয়োজনের তাগিদে সেতু পার হচ্ছে তারা নিয়ম মানছে। তবে যারা ঘোরার জন্য, উৎসাহী হয়ে অপ্রয়োজনে আসছে তারাই নিয়ম লঙ্ঘন করছে। সেতুতে ঈদযাত্রায় ৬০ চালককে জরিমানা করা হয়। এরমধ্যে ৫৭ জন মোটরসাইকেলচালক।
সূত্র: জাগো নিউজ…