এক পাঙাশের দাম ২২ হাজার ৮০০ টাকা!

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি পাঙাশ। মাছটি ২২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

রোববার রাতে উপজেলার দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে গুরু হালদারের জালে মাছটি ধরা পড়ে।

ব্যবসায়ী নাটাই মোল্লার কাছ থেকে ১২ শ’ টাকা কেজি দরে ২২ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

গুরু হালদার জানান, রাতে তিনি নদীতে মাছ ধরতে যান। পদ্মার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলতেই একটা বড় টান পড়ে। এতে তিনি বুঝে নেন জালে বড় ধরনের কোনো মাছ ধরা পড়েছে।

জাল টেনে নৌকায় উঠালে দেখেন বড় একটা পাঙ্গাশ মাছ। এত বড় মাছ পাওয়ায় তিনি বেজায় খুশি বলে জানান।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সোমবার সকালে পাঙাশটি ১২শ’ টাকা কেজি দরে কিনেছি। মোবাইল ফোনের মাধ্যমে এক শিল্পপতির কাছে ১৩শ’ টাকা কেজিতে বিক্রি করার দরদাম হচ্ছে বলে জানান।

পরে পাঙাশটি ফেরিঘাটের পন্টুনে রশি দিয়ে বেঁধে রাখার জন্য নিয়ে গেলে উৎসুক জনতা তা দেখতে ভিড় করেন।