স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৫ বছর পর কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার বিকাল ৪ টায় ভানুগাছবাজারস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি মেহাম্মদ নেছার আহমেদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ড. মোঃ আব্দুস শহিদ এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমানসহ জেলা উপজেলার দলীয় নেতৃবৃন্দ।
পরে বিকাল সাড়ে ৪ টায় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক এর সভাপতিত্বে ও অধ্যক্ষ হেলাল উদ্দিনের সঞ্চালনায় । সভার শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন ও শোক প্রস্তাব পেশ করেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। ১ম পর্বের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
প্রধান অতিথি আহমদ হোসেন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে জানা হলে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে জানা হয়ে যাবে। আওয়ামীলীগ দূর্ণীতিকে প্রশ্রয় দেয় না। তাই আওয়ামীলীগ শুদ্ধি আভিযান শুরু করেছে। সেই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশকে এগিয়ে নিতে হলে সকলকে এক সাথে কাজ করে যেতে হবে। মুক্তিযোদ্ধাদের আদর্শে অনুপ্রানীত হয়ে তরুন সমাজকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বিএনপি চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছে।
তারা দূর্নীতি ও লুটেরার দল। তাই তারা নেতৃত্ব শুণ্য হয়ে পড়েছে। দূর্নীতিবাজ ও মাদকাসক্তদেরকে আওয়ামীলীগে ঠাঁই দেয়া হবেনা।
অনুষ্টানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ড. মো. আব্দুস শহিদ এম.পি, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ফজলুর হক বাদশা, সদস্য সচিব সিদ্দেক আলী প্রমুখ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬ টায় সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত ২য় পর্বের কাউন্সিল সভা কমলগঞ্জ উপজেলাস্থ জেলা পরিষদ কাম মাল্টিপারপাস অডিটরিয়ামে চলছে।