কমলগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধু ফুটবলে করিমপুর ও বঙ্গমাতা ফুটবলে কুমড়া কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯

ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় এ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রথম বারের মত চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বঙ্গ মাতা শেখ ফজিলেতুন্নেছা গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় কুমড়াকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয় টানা ৭ম বারের মত চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ দুটি প্রতিযোগিতার সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

কমলগঞ্জ শিক্ষা অফিস সুত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ পৌরসভার ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকাদের মোট ২০টি দলের অংশ গ্রহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলেতুনন্নেছা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-১ গোলে আলেপুর সরকারি প্রাথমিককে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। একই মাঠে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে পরাজিত করে টানা ৭ম বারের মত চ্যাম্পিয়ন হয়েছে।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা ও কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন।