কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের রানীরবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮ টার দিকে বাজারের চেরাগ মিয়ার মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার প্রচেষ্টায় রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন। তারা পুড়ে যাওয়া দোকানগুলোর মালিকদের সরকারিভাবে সহায়তা প্রদানের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আফরুজ উদ্দিন বাবু জানান, ‘দুই মাস আগে হীড বাংলাদেশ ও উদ্দিপন এনজিও সংস্থা থেকে আড়াই লক্ষ টাকা লোন নিয়ে দোকানে পুজি ঢুকিয়েছি। আগুনে তার প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’ আরেক দোকানদার মুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার বলেন, ‘তার দোকানে একটি মোটরসাইকেলসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হল, আফরোজ উদ্দিন বাবুর চায়ের স্টল, বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার সিংহের মন্ত্রী হোমিও হল, নাইম মিয়ার সারের দোকান, রফিক মিয়ার মুদির দোকান, মনির মিয়ার মুদির দোকান ও চেরাগ মিয়ার মুদির দোকান।