কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্পেইন শুরু হয়েছে।
রোববার (১৪ জুলাই) বেলা ১১টায় উপজেলার আদমপুর বাজারে ক্যাম্পেইনেরর উদ্বোধন করেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন। আশা-নইনারপার ইউনিটের ব্যবস্থাপক সঞ্জয় দেবের সভাপতিত্বে ও সহকারী ব্যবস্থাপক প্রদীপ কৈরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবুল কালাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, ইউপি সদস্য বশির বক্স, ফিজিওথেরাপিস্ট ডাঃ দেবাশীশ ঘোষ ও তরুণ সমাজসেবক রাহেল মিয়া।
আগামী ১৬ জুলাই পর্যন্ত এ ক্যাম্পেইনে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে জানা যায়।