কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ঘোড়ামারা, তিলকপুর সহ বিভিন্ন গ্রামে এবার লালতীরের নতুন একটি উদ্ভাবনী তবে ৮৩৫২ জাতের টমেটো চাষে অকল্পনীয় সাফল্য পাওয়া গেছে। অন্যান্য ফলের তুলনায় দ্বিগুণ হয়েছে। কৃষকরা জানান, গতবছর একটি গাছে ৫/৬ কেজি নতুন জাতে তা হয়েছে ৯ থেকে ১০ কেজি।
লাল তীর সীড লিমিটেড এর উদ্যোগে রোববার (১৭ নভেম্বর) বিকেলে কমলগঞ্জের উত্তর তিলকপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক বিকুল চক্রবর্তী। লালতীর সীডের ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এসকে দাশ সুমন। এ সময় বক্তব্য দেন আব্দুল আহাদ, মান্নান মিয়া ও সায়মন মিয়া। বক্তারা বলেন, লালতীরের পরীক্ষামূলক এ জাতের ফলনের কাছে অন্য জাত ধারে কাছেও নেই। তারা বলেন, এর ওজনও বেশি। গাছে ঝরে না, থাকেও বেশিক্ষন।