নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জের কম্পিউটার শিল্পী গোষ্ঠী ১৯৯০ সালে সাড়া জাগানো আধুনিক নৃত্য, দলীয় নৃত্য, দৈত্য সংগীত দিয়ে দর্শক স্রোতাদের মন জয় করে নিয়োছিল। সেই কম্পিউটার শিল্পী গোষ্ঠী ২০১৯ সালে আবার তাদের পরিচালনায় কমলগঞ্জ উপজেলা ব্যাপী মেধাবী কণ্ঠ শিল্পীর অন্মেষনে এক সংগীত বিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠান “গানে খোঁজে নেবো সেরা কন্ঠ তোমার” রিয়েলিটি “শো“র আয়োজন করেছে।
বিশিষ্ট গীতিকার হাছিন আফরোজ চৌধুরীর রচনায়, মৃণ্ময় সিন্হা মন্টির কণ্ঠ সূর ও সংগীত পরিচালনায় সূচনা সংগীতটি আজকে ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলে প্রথম বারের মতো প্রকাশ করা হয়।
গানটিতে আরও সহযোগি কণ্ঠ শিল্পী হিসেবে রয়েছেন সেরা কণ্ঠ শিল্পী ইতি।
ঝরে পড়া প্রতিভার অন্মেষনে পায়নি সুযোগ যারা নি:শ্বজনে, জাগবে কমলগঞ্জ, গাইবে এবার এই স্লোগান নিয়ে গানটি অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
আয়োজক কমিটির সভাপতির সাথে আলাপকালে তিনি ধলাইর ডাক টোয়েন্টি ফোর ডট কম’কে বলেন যুব সমাজ, ছাত্র, আবাল, বৃদ্ধ বণিতা গ্রাম, শহর প্রত্যন্ত এলাকায় ঝিমিয়ে পড়া যুব সমাজ, নেশা ও হতাশাগ্রস্থ, মোবাইলে আসক্ত মানুষদের কথা চিন্তা করে তাদের মন মানষিকতার পরিবর্তনে সংগীত চর্চাই হতে পারে প্রধান হাতিয়ার।
এই প্রত্যয় নিয়েই কমলগঞ্জের ৯টি ইউনিয়ন সদর পৌরসভা সহ ৩টি বিভাগে বাংলাদেশের শুদ্ধ সংগীত নিয়ে আয়োজন করা হয়েছে “গানে খোঁজে নেবো সেরা কন্ঠ তোমার” সংগীত প্রতিযোগিতার এই আসর।
১৫ই ডিসেম্বর ২০১৯ইং তারিখের মধ্যে আবেদন পত্র জমা দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যে কোন প্রতিযোগিরাই জিতে নিতে পারে নগদ ১ লক্ষ টাকা সহ বিভিন্ন উপহার সামগ্রী। আসলে টাকার অংক টা বড় কথা নয় উৎসাহ যোগানো ও আগ্রহী হওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি বলেন, সিলেট বিভাগে সংগীত বিষয়ক রিয়েটি “শো“র আয়োজন আমাদের জানামতে এখনও কেউ করে নি। সীমিত সাধ্যের মধ্যে দৃঢ় মনোবলের প্রত্যয়ে আমাদের এই প্রচেষ্টা।
পরিশেষে তিনি সকলের সহযোগীতা ও অংশগ্রহণ করে প্রথম বারের মতো আয়োজিত সংগীত বিষয়ক রিয়েলিটি শো অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করে তুলতে সকলের প্রতি বিনীত অনুরুধ জানান।