স্টাফ রিপোর্টার: “প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস- ২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইউমুফ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
অনুষ্টানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ নির্বাচন অফিসার প্রলয় পাল, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারন সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমূখ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সিতারামবীন,বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সদস্য প্রশান্ত কুমার সিংহ, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর সভাপতি মো. কয়েস আহমেদ, ইউনিয়ন সমাজকর্মী মনজু রানী সিনহা ও শব্দকর সমাজ প্রগতি পরিষদের সভাপতি, প্রতাপ শব্দকর।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইউমুফ মিয়া বলেন, শোষনমুক্ত ও ন্যায়ভিক্তিক সমাজ বিনির্মাণে সমাজকল্যাণ মন্ত্রনালয় দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠি ও প্রতিবন্ধী ব্যক্তিদের টেকসই উন্নয়নের লক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি, চিকিৎসা ভাতা, অনগ্রসর জনগোষ্ঠি ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আগামীতে স্মার্টকার্ডের মাধ্যমে ভাতা প্রদান করা হবে।
