ডেস্ক নিউজ: কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিশ্রামাগারের সামনে থেকে সোমবার ভোর রাতে ১টি আগর গাছ পুরোটাই কেটে নিয়ে গেছে চোরচক্র ।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির সদস্য সাজু মারছিয়াং জানান, রোববার রাত ৯টায় বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন খাসিয়া সদস্যদের বলেছিলেন গোপন সংবাদ রয়েছে রাতে আগর গাছ চোর হানা দিতে পারে। সেজন্য খাসিয়া সদস্যরা যেন আগর বাগানে পাহারা জোরদার করেছিল। অন্যদিকে বন বিশ্রামাগার এলাকায় সিপিজি (কমিউনিটি পেট্রালিং গ্রুপ) ও বনকর্মীরা পাহারা দিচ্ছিলেন। এর মধ্যে ও সোমবার ভোর রাতে লাউয়াছড়া উদ্যানের বন বিশ্রামাগারের সামন থেকে চোরচক্র ১টি আগার গাছ কেটে নিয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন বন বিশ্রামাগারের সামন থেকে ১টি আগর গাছ চুরির সত্যতা নিশ্চিত করে বলেন , গাছটি ছোট আকৃতির ছিল। এ বিষয়টি বন বিভাগ তদন্ত করে দেখছে বলেও তিনি জানান। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক আনিছুর রহমান আগর গাছ চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ১২৫০ হেক্টর উদ্যানের ভিতর স্বল্প লোকবল দিয়ে ও ফরেষ্ট ভিলেজার মিলে গাছ চুরি অনেকটা রোধ করা হয়েছে। এত পাহারার মাঝে কিভাবে এবার আগর গাছ চুরি হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।