কমলগঞ্জে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৩

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জুন) বেলা ১১টার দিকে জাতীয় মহিলা সংস্থা ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কমলগঞ্জ পৌরসভা মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসা ৬ শতাধিক নারীদের মধ্যে শুকনো খাবার এবং কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও তথ্যসেবা সহকারী আমিনা ইসলাম মৌর সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) কর্মকর্তা স্বর্ণালী সিনহা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।