স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জন্য সকল সরকারি, বেসরকারি বিদ্যালয়ে ভর্তি কোটা প্রবর্তনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা চৌমুহনী চত্তরে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট ও দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার কমলগঞ্জ শাখা মানববন্ধন ও সমাবেশ করে। সঞ্জয় চৌহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহীন আহমেদ,সুনীল কুমার মৃর্ধা, প্রতাভ শব্দকর, সুপ্রিম রবিদাস প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠীদের বিকল্প পেশায় উৎসাহিত করে তাদের জন্য কারিগরি প্রশিক্ষনের সুযোগ বাড়াতে হবে। দলিত শিক্ষার্থীদের শিক্ষা থেকে ঝড়ে পড়া রোধকল্পে সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহন এবং জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের বিশেষ উপবৃত্তি প্রদান করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত ছাত্রছাত্রীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে। সরকারি চাকুরীতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তণ কতে হবে। মানববন্ধন ও সমাবেশে উপজেলা বিভিন্ন স্থান থেকে দলিত জনগোষ্ঠীর নেতাকর্মীসহ অর্ধশতাধিক নারী পুরুষ অংশ নেয়।