ঢাকা, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে নৃত্যাচার্য নীলেশ্বর মূখার্জ্জ্বীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

ধলাই ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে নৃত্যাচার্য নীলেশ্বর মূখার্জ্জ্বীর জন্মবার্ষিকীতে তার স্বরণে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মণিপুরী রাসনৃত্যে বিশেষ অবদান রাখায় রাসনৃত্য গুরু চন্দ্র মোহন সিংহকে ললিতকলা একাডেমি থেকে সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে একাডেমির অডিটোরিয়ামে উপ- রিচালক (অতি:দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মণিপুরী রাসলীলার ওস্তাদ চন্দ্র মোহন সিংহ, অব; শিক্ষক বসন্ত কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি রঞ্জু সিংহ, সাংবাদিক নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ প্রমুখ।

জানা যায়, নৃত্যাচার্য নীলেশ্বর মূখার্জ্জ্বীর ছিলেন একজন নৃত্যগুরু কমলগঞ্জে বালিগাঁও গ্রামে তার জন্ম। তিনি কবিগুরু রবিন্দ্রনাথের প্রতিষ্ঠিত শান্তি নিকেতনে মণিপুরী নৃত্যের একজন প্রশিক্ষক ছিলেন এবং মণিপুরী নৃত্য প্রচার ও প্রসারে নীলেশ্বর মূখাজ্জ্বী রবিন্দ্রনাথের সহযোগী ছিলেন। তিনি গীতিনাট্য চিত্রাংগদা ও নীটির পূজা সহ অসংখ্য গীতিনাট্য পরিবেশন, অভিনয় ও নৃত্যগীতে বিশেষ ভুমিকা রাখেন। ভারতের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধী তাহার ছাত্রী ছিলেন এবং তার মৃত্যুতে শোকবার্তা প্রেরন তৎসময়ে দশ হাজার টাকা দিয়েছিলেন শ্রাদ্ধ অনুষ্ঠানে।

অনুষ্ঠানে একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, সাংবাদিক সহ সুধীজনরা উপস্থিত ছিলেন ।

  • এই বিভাগের সর্বশেষ