কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আলোয় আলো প্রকল্পের অধীন প্রচেষ্টা ও ব্রেকিং দ্যা সাইলেন্স এর বাস্তবায়নে ৬ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টার দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার। করোনা পরবর্তী স্কুল খোলার পূর্ব প্রস্তুতি ও শিশু সুরক্ষায় করনীয় বিষয়ে প্রশিক্ষনে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, ইউআরসি ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, সাংবাদিক শাহীন আহমেদ। প্রচেষ্টার প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহিদুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষনে উপস্থিত ছিলেন ব্রেকিং দা সাইলেন্স এর প্রজেক্ট অফিসার চাঁদনী রায়, প্রচেষ্টার আলোয় আলো প্রজেক্ট অফিসার সানতারা বানু চৌধুরী, বিজয় কৈরী, প্রভাস কুমার বিশ্বাস, একাউন্ট এন্ড এডমিন অফিসার প্রচেষ্টা আলোয় আলো স্বপন চন্দ্র দাস। প্রশিক্ষনে ৬টি চা বাগানে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষক অংশগ্রহন করেন।