কমলগঞ্জে বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪

আশরাফ সিদ্দিকী পারভেজ: মৌলভীবাজারের কমলগঞ্জে বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু করেছে বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)। দুই দিনব্যাপী পরীক্ষার প্রথম দিনে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে এই পরীক্ষা হয়। শুক্রবার বন্ধ রেখে আগামী শনিবার (১৯ অক্টোবর) পরীক্ষা শেষ হবে।

উপজেলার বিভিন্ন স্কুলের পঞ্চম ও দশম শ্রেণির ৮৩ জন শিক্ষাথীরা অংশগ্রহণ করছে।

মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন জানান, ২০০১ সালে শুধু মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা শুরু হলেও ২০১৭ সাল থেকে দশম শ্রেণিতে মীতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষা সুন্দ ভাবে শেষ হবে বলে আশা করছি।

এসময় কক্ষ পরিদর্শন করেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী, প্রধান শিক্ষক, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিলকিস বেগম, বামডো সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদ, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর সভাপতি ও লেখক মো. আব্দুস সামাদ, পাঙাল রিসার্চ এন্ড পাবলিকেশন্স এর সভাপতি সাজ্জাদুল হক স্বপন,মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম সভাপতি মো. শাহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্বাব এর আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, সাব্বির এলাহী, মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম এর সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন রেজা সোহেল প্রমূখ।