কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯
ফাইল ছবি

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিজ জমিতে কাজ করতে গিয়ে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১টায় বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে সফর উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে বিদ্যুতের একটি সাব লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে থাকে। জমিতে কাজ করার সময় ছিড়ে থাকা বিদ্যুৎ লাইনে পৃষ্ট হয়ে সরব উদ্দীনের ছেলে সফর উদ্দীন ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মনিন্দ্র কুমার সিংহ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুতের সাব লাইনের একটি স্থানে তার ছিড়ে মাটিতে পড়ে। ধান ক্ষেতে কাজ করার সময় ছেড়া ঐ তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সফর উদ্দীন মারা যান।

এ ব্যাপারে মৌলভীবাজার পবিস ডিজিএম মোবারক হোসেন বলেন, ‘সংবাদ শুনার পরেই আমাদের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। তারা তদন্ত করে ফেরার পর বিষয়টি জানা যাবে।