কমলগঞ্জ সংবাদদাতা: “আসুন বায়ুদূষণ রোধ করি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
বৃহস্পতিবার (২০জুন)কমলগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান। প্রণীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, বিশ্বজিৎ রায়, মি. জিডিশন প্রধান সুচিয়াং, নুরুল মোহাইমিন মিল্টন প্রমুখ।