কমলগঞ্জে আপন ভাইয়ের কুপে দুই ভাই আহত

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের বাগমারা গ্রামে মেজো ভাইয়ের দায়ের কোপে বড় ও ছোট ভাই গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল ৯ টায় পারিবারিক দ্বন্দ নিয়ে মেজো ভাই লোকমান হোসেন (২৬) তার আপন বড়ভাই সোলেমান হোসেন (৩০) ও ছোট ভাই এমরান হোসেনকে (২২) দেশীয় অস্ত্র (দা) দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। দায়ের কোপে আহত দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা দেখে কর্তব্যরত ডাক্তার তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
কমলগঞ্জ সদর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন