কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধদিপ্তরের অভিযানে ২ টি প্রতষ্ঠিানকে ৪ হাজার টাকা জরমিানা করা হয়ছে।
বৃহস্পতবিার (০৫ ডিসেম্বর) দুপুর ২ টা থকেে বিকাল ৫ টা র্পযন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল- আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমশেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্স ।
অভিযানকালে শহিদনগর বাজারে অবস্থিত খান ব্রার্দাসকে ২ হাজার টাকা, পতনউষার বাজারে অবস্থিত রহমান এন্ড ব্রার্দাসকে ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, মেয়াদ উর্ত্তীণ প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরমিানা করনে।