কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোসাহিদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক এম, এ, ওয়াহিদ রুলু, সাংবাদিক শাহীন আহমদ, মোনায়েম খান, আদিবাসী নেতা ভিম্পল সিংহ, চা- শ্রমিক নেত্রী গীতা রানী কানু প্রমুখ। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।