কমলগঞ্জ প্রতিনিধি: ফ্রান্সের বিতর্কিত পত্রিকা শার্লি এব্দোতে রাসূল সাল্লাল্লাহ্ আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ এবং সুইডেন দক্ষিণাঞ্চলীয় শহরে উগ্রপন্থী খ্রিস্টান কর্তৃক পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ময়না চত্তরে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সারে ১০টা কমলগঞ্জ উপজেলার ময়না চত্বরে কাজী জুবায়ের আহমেদ সঞ্চয়লনায় আহলে সুন্নাত ওয়াল জামায়ত কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি দুরুদ আলীর সভাপতিত্বে এসময় শতাধিক ছাত্রনেতার উপস্থিতে বক্তব্য রাখেন, জেলা ছাত্র সেনা সভাপতি এম এ রাসেল মস্তফা, কমলগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি, হাজি মো. আলাউদ্দিন, আহলে সুন্নাত ওয়াল জামায়তের কমলগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক নুরুল ইসলাম মেম্বার, ছাত্র সেনা কমলগঞ্জ উপজেলা সভাপতি মাহমুদুল হক সুমন, সহ সভাপতি রুমেল আহমেদ, ছাত্র নেতা আলাউদ্দিন, আব্দুল কাইয়ুম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দাবী জানান, ফ্রান্সের বিতর্কিত পত্রিকা শার্লি এব্দোতে রাসূল সাল্লাল্লাহ্ আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ এবং সুইডেন দক্ষিণাঞ্চলীয় শহরে উগ্রপন্থী খ্রিস্টান কর্তৃক পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগে যারা এই ধরনের নেককার জনক কাজ করেছেন তাদের শাস্তি ও বিচারের দাবীতে জাতিসংঘ ও বিশ^ আদালতের কাছে বিচার দাবি করেন।