কমলগঞ্জে রিক্সা চালাতে সিএনজি চালকদের বাঁধা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত নালিশ

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর, ভাসানীগাঁও, পদ্মছড়া, ধলাইপারসহ ভানুগাছ বাজারের আশপাশের বিভিন্ন অঞ্চলে রিক্সা অটোরিক্সাকে যাত্রী নিয়ে চলাচল করতে সিএনজি চালকদের বাঁধা প্রদান করায় শতাধিক রিক্সাচালক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে রোববার বিকাল ৪টায় লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক এর কাছে জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সুধীমহল, সাংবাদিককবৃন্দ।

এছাড়া বিষয়টি সুরাহার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল ও কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জকে ছায়ালিপি প্রদান করা হয়েছে। রিক্সাচালক রানা বখত, কুদ্দুস মিয়া, আলকাছ মিয়া, বাবুল মিয়ার সাথে আলাপ কালে তারা জানায় আমাদের জীবীকা নির্বাহের একমাত্র মাধ্যম হচ্ছে রিক্সা/অটোরিক্সা কিন্তু তা আজ হুমকির মুখে পড়েছে। রাস্তায় রিক্সা নিয়ে নামলেই সিএনজি চালক ও সমিতির লোক আমাদের রিক্সা থামিয়ে রিক্সায় থাকা স্কুল কলেজের শিক্ষার্থীসহ, সাধারণ যাত্রীদেরকে নামিয়ে দেয় এবং যাত্রী ও রিক্সাচালকদের সাথে খারাপ আচরণ করে।

এ রকম আচরণের কারণ জানতে চাইলে সিএনজি চালকরা আমাদের লাঞ্চিত করে। সারাদিন যা রুজি রোজগার হয় তাহার হিসাব মালিকদের দিয়ে শুণ্য হাতেই বাড়ী ফিরতে হয়। আর এর উপর সিএনজি চালকদের লাঞ্চনা মরার উপর খাড়ার ঘায়ের মতো। আমরা এর সুষ্ঠ বিচার চাই।