কমলগঞ্জে ৩ কেজি গাজা ও সিএনজি অটোসহ ৩ জন আটক

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের জেলা ডিবির একটি দলের বিশেষ অভিযানে কমলগঞ্জের মুন্সীবাজার এলাকা থেকে ৩ কেজি পরিমাণ গাজা ও একটি সিএনজি অটোরিক্সাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে গোপালনগরস্থ ধলাই খেয়াঘাট পয়েন্ট থেকে জেলা ডিবির দলটি গাজসহ ৩ জনকে আটক করে। শনিবার দুপুরে জেলা ডিবি সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়।

গাজাসহ আটকৃতরা হলেন, সীমান্তবর্তী ৯ নং ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর এলাকার মৃত তজমুল হোসেনের ছেলে ফয়সাল আহমেদ (৩৫), একই এলাকার মৃত রিয়াসিত মিয়ার ছেলে মো. সালাহ উদ্দীন (২৬) ও আব্দুল মান্নানের ছেলে বকুল হোসেন (৩০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামানের নেতৃত্বে একটি দল মুন্সীবাজার গোপালনগর খেয়াঘাট এলাকার ত্রিমুখী পয়েন্টে একটি সিএনজি অটোরিক্সার (মৌলভীবাজার-থ-১২-২৯৮৬) গতিরোধ করেন। এসময় এ সিএনজি অটোরিক্সা থেকে দুটি বস্তায় ৩ কেজি পরিমাণ গাজা উদ্ধার করা হয়। গাজা সরবরাহের সাথে জড়িত থাকায় ফয়সাল, সালাহ উদ্দীন ও বকুলকে আটক করা হয়। সাথে সাথে তাদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটিও জব্দ করা হয়।

স্থানীয়ভাবে ইসলামপুর এলাকায় অভিযোগ রয়েছে গাজাসহ আটক তিনজন দীর্ঘদিন ধরে এ ব্যবসার সাথে জড়িত রয়েছে।

ডিবি জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, গাজাসহ ৩জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। তারা দীর্ঘদিন ধরে উপজেলা ও জেলায় গাজার ব্যবসা করছিল।