করোনা যতদিন ত্রান ততদিন মেম্বার জিয়াউর রহমান জিয়া।

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০
ছবি ধলাইর ডাক
রাজনগর সংবাদদাতা: করোনা ভাইরাস নামক মহামারীতে খেটে খাওয়া জনসাধারণ কর্মহীন হয়ে হারাচ্ছেন স্বাভাবিক জীবন যাপন। ইউনিয়নের এমন দুর্ভোগের সময়ে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন কামারচাক ইউনিয়নের একজন স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার জিয়াউর রহমান জিয়া ত্রাণ নিয়ে দাড়িয়েছেন মানুষের পাশে।
আজ সোমবার ২০ এপ্রিল ইউনিয়নের কামারচাকের ৩ নং ওয়ার্ডের ১৩৫ টি পরিবারে তিনি সহযোগিতা করেন। এসময় সহযোগিতা প্রাপ্ত জনসাধারণের মধ্যে মোঃ মশই মিয়া (৫০) জানান, অলিলা গ্রুপের সহযোগিতা পেয়ে তিনিও খুশি, এভাবে সবাইকে সহযোগীতা করার জন্য আহবান করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় অনেক অসহায় পরিবার গুলো কোনো ধরনের ত্রাণ পায়নি, তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অলিলা গ্রুপ থেকে আজ প্রথম ত্রাণ পেয়েছি।
ইউ’পি সদস্য জিয়াউর রহমান জানান, অলিলা গ্রুপ থেকে বর্তমানে আমরা ৩৫০০ (তিন হাজার পাঁচ শত) অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি ।এবং করোনা ভাইরাস যতদিন থাকবে আমি ইউনিয়নবাসীর পাশে ততদিন ত্রাণ নিয়ে থাকবো। মানুষের পাশে থাকা আমার খুবই পছন্দ হয়। এটা আমার কাছে ভালো লাগে, আমি বারবারই পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়াবো।