কাজী মামুন ফ্রীজ এন্ড স্মার্ট ফোন মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

ধলাই ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে কাজী মামুন ফ্রীজ এন্ড স্মার্ট ফোন মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেল ৪টা উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন উওর বালিগাঁও দুরন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মনুর রশিদ মামুনের সহযোগিতায় উত্তর বালিগাঁও অবস্থিত গাউছিয়া সোবহানীয়া এরশাদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এই টূর্ণামেন্ট এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উদ্বোধনী প্রথম খেলায় চৌধুরী রয়েল বনগাঁও টিম স্ম্যাশ কুমড়া কাপনকে ২–০ গোলে পরাজিত করে চৌধুরী রয়েল জয় লাভ করেন। খেলায় ৩২ টি দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হারিছুর রহমান হারিছের সভাপতিত্বে ও খান মোহাম্মদ হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- কাজী মোঃ মামুনুর রশীদ মামুন সহ-সভাপতি, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতি, কমলগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ আব্দুর রব, এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট, সেক্রেটারী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট। গেষ্ট অব অনার: মোঃ মাসুক মিয়া প্রিন্সিপাল, আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এ্যাডভোকেট কামরুল ইসলাম, ব্যবসায়ী, ঠিকাদার, কাজী মোঃ হারুনুর রশীদ হারুন, এবাদুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বুলবুল সিংহ । সাংবাদিক এম এ ওয়াহীদ রুলু, আহবায়ক কমলগঞ্জ প্রেসক্লাব। সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা প্রমূখ।