ধলাই ডেস্ক: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অজগর ভেবে ধরতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত সেই ওঝা নজরুল ইসলাম মারা গেছেন। গত বুধবার (১৯ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, গত ১১ জুলাই সকালে ফরিদপুরের চরভদ্রাসনের হাজিগঞ্জে স্বর্ণ খোঁজার কাজে গিয়ে নজরুল জানতে পারেন, মাছ ধরার কারেন্ট জালে একটি সাপ আটকা পড়েছে। তাকে দেখে গ্রামের লোকজন সাপটি নিতে বললে তিনি প্লাস্টিকের ব্যাগে ভরে সাপটি নিয়ে যখন যাচ্ছিলেন, তখন অনেকেই সাপটি দেখতে চান। সাপ দেখানোর এক ফাঁকে সাপটি কামড় দেয় বলে নজরুলের ভাই মো. লালন মিয়া। প্রথমে ভেবেছিলেন এটি অজগরের বাচ্চা। তাই তেমন একটা পাত্তা দেননি।
তবে কামড় দেওয়ার পর শারীরিক জটিলতা শুরু হলে তিনি বুঝতে পারেন এটি অজগরের বাচ্চা না, এটি বিষধর সাপ। সাপের কামড়ের পর যখন অস্থির লাগতে থাকে এবং চোখে দেখতে সমস্যা শুরু হয় তখন নজরুল জীবন্ত সাপসহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে যান। তবে সেখানে সাপের কামড়ের ভ্যাকসিন অ্যান্টিভেনম ছিল না। ৩২ হাজার টাকা দিয়ে বাইরে থেকে কিনে দুই ডোজ অ্যান্টিভেনম দেওয়া হয়।
এক রাত দুই দিন ওই হাসপাতালে থাকার পর চিকিৎসকরা নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনতে বলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ জুলাই) মারা যান তিনি।