কুলাউড়ায় নৌকা যার আমরা তার এই স্লোগানে আওয়ামীলীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১
ছবি ধলাইর ডাক

রমজান আলীঃ নৌকা যার আমরা তার এই স্লোগানে মৌলভীবাজারের কুলাউড়া ১৩ নং কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় চেয়ারম্যান প্রার্থী এম এ রহমান আতিক কে নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) বিকেলে ইউনিয়নের কাঁঠালতলী বাজার প্রাঙ্গণে আয়োজিত বর্ধিত ও কর্মী সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে হাজারো মানুষ অংশ গ্রহন করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রেনু, বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলহাজ্ব মোঃ মছদ্দর আলী সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশফাক আহমেদ এর সঞ্চলনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিত্য মল্লিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাহবুবর (মান্না) রহমান, কুলাউড়া উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতাহ্, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম (রুমেল), মোঃ ছানু মিয়া, আবু হোসেন চৌধুরী জুবেদ, কামাল হোসেন সোহাগ, ইদ্রিছ আলী, রফিকুল ইসলাম (মাস্টার), স্বপন নাইডু, সজল কুর্মি প্রমূখ।

সভায় বর্তমান ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, আমি আপনাদের সন্তান। বিগত নির্বাচনে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করছিলেন। নির্বাচিত হয়ে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, এবং জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এই এলাকার যতেষ্ট পরিমান উন্নয়ন করেছি। আমার আগে এই পরিমান উন্নয়ন কেউ করেননি। আমাকে আবারও আপানারা আপনাদের মহা মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ভোট এবং সহযোগীতা চান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ররফিকুল ইসলাম রেনু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৩নং কর্মধা ইউনিয়ন বাসীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এম এ রহমান আতিক কে ২য় বারের মত নৌকা প্রতিক দিয়ে পাঠিয়েছেন, এই উন্নয়নের ধারা ধরে রাখার জন্য সবাইকে ঐক্যবদ ভাবে নৌকায় ভোট দিয়ে আবার বিজয়ী করার আহবান জানান। তিনি আর বলেন যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান করেন।