আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শক্তিশালী বজ্রপাত থেকে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। প্রায় ৩০টিরও বেশি দাবানলে পুড়ছে অঙ্গরাজ্যটি। সেখান থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়ার আদেশ জারি করা হয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়া জুড়ে জরুরি অবস্থা জারি করেছে গভর্নর গ্যাভিন নিউসম।
জানা গেছে, কম আদ্রতা ও উচ্চ তাপমাত্রার কারণে দাবানলের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। ফলে তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।
এক বিবৃতিতে নিউসম বলেন, রাজ্যজুড়ে দাবানলের সঙ্গে লড়াইয়ের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। এছাড়া আগুন নির্বাপণের জন্য তিনি অ্যারিজোনা, নেভাদা এবং টেক্সাস অঙ্গরাজ্য থেকে সাহায্য হিসেবে ৩৭৫টি ইঞ্জিন চেয়েছেন।
তিনি আরো বলেন, ক্যালিফোর্নিয়ায় আমরা এমন পরিস্থিতি দেখছি যা বহু বছর ধরে দেখিনি।
দাবানলে ভ্যাকাভিল শহরের ৫০টি ভবন আগুনে পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৫০টি স্থাপনা। এছাড়া দাবানল নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেটির পাইলট নিহত হয়েছেন।
চলতি বছর যুক্তরাষ্ট্রে গত বছরের তুলনায় দাবানলের সংখ্যা কিছুটা কম। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, এ বছর দাবানলে গত বছরের তুলনায় প্রায় ১৪ লাখ একর কম ভূমি পুড়েছে। তবে, আগামী মাসে দাবানলের গতি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সূত্র- সিবিসি, ফক্স নিউজ