ধলাই ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইয়াবার ক্রেতা সেজে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার শরীর তল্লাশি করে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তুষভান্ডার বাজারের যতীন অ্যান্ড সন্স খাবারের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম রশিদুল ইসলাম (৩৮)। তিনি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম বৈরাতী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
র্যাব সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে ক্রেতা সেজে র্যাব-১৩ এর সদস্যরা চিহ্নিত মাদককারবারি রশিদুল ইসলামের কাছে ইয়াবা কিনতে যান। এসময় নাস্তা খাওয়ার কথা বলে রশিদুল ইসলাম ও তার সহযোগী আশরাফ বাজারের যতীন অ্যান্ড সন্সের চায়ের দোকানে বসেন। ওই সময় তাদের ঘিরে ফেলে শরীর তল্লাশি করা হয়। রশিদুলের শরীর তল্লাশি করে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। অপর সহযোগী আশরাফকে সন্দেহ করে আটক করা হয়। কিন্তু তার কাছে কিছু না পাওয়ায় ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন জানান, মাদককারবারি রশিদুল ইসলামের নামে থানায় র্যাব মামলা করেছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।