গাছের ফল-পাতা আঁচলে পড়লেই মিলবে সন্তান!

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: গাছের ফল বা পাতা যদি আঁচলের ওপর পড়ে তাহলেই মিলবে সন্তান- এ বিশ্বাসে অনেক নিঃসন্তান নারী ভিড় করেন নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুরের গোঁসাইজীর আশ্রমে। তারা আশ্রমের অক্ষয়তলা নামক স্থানে বটগাছের নিচে সদ্যস্নান শেষে ভেজা কাপড়ে বসে আঁচল বিছিয়ে সন্তান লাভের অপেক্ষায় থাকেন।

সরেজমিনে দেখা গেছে, ওই বটগাছের নিচে আঁচল বিছিয়ে গাছ থেকে পাতা পড়ার অপেক্ষায় রয়েছেন চারজন নারী। তাদের ঘিরে আছে অসংখ্য উৎসুক নারী-পুরুষ। আশ্রমের এক নারী বৈষ্ণব তাদের দেখভাল করছেন। প্রতি বছর দুই দিনব্যাপী বাৎসরিক আয়োজনে এমন দৃশ্য দেখা যায়।

আশ্রম কমিটির সভাপতি শ্রী রঞ্জন কুমার ওরফে সঞ্জয় জানান, এই দুইদিন প্রসাদ হিসেবে ভক্তদের কলাপাতায় করে খিচুড়ি খাওয়ায় আশ্রম কর্তৃপক্ষ। ভক্তরাও সন্তান লাভসহ বিভিন্ন মনবাসনা পূরণে আশ্রমে দান করেন টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী।

এক তরুণী জানান, অনেক নারী এসব বিশ্বাস করতে গিয়ে শারীরিক বা মানসিক নিপীড়ন- এমনকি ধর্ষণের মতো ঘটনার শিকার হন। এরপর লোকলজ্জায় তা চেপে যান। এ ধরনের কর্মকাণ্ড আধুনিক যুগে প্রতারণার শামিল। এগুলো বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

এ বিষয়ে নাটোর সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, এভাবে সন্তান লাভ অসম্ভব। নারী-পুরুষের সম্পর্ক ছাড়া কারও ফু, মন্ত্র, গাছের পাতা ও ফল দ্বারা সন্তান উৎপাদন হয় না। আবার শারীরিক নানা কারণে অনেক দম্পতির সন্তান নাও হতে পারে। এর কারণ হতে পারে স্বামী বা স্ত্রী যে কোনও একজন বা উভয়েরই শারীরিক অসুস্থতা, ক্রোমোজমের গঠনে কোনও সমস্যা, দুর্বলতা বা অন্য কোনও কিছু। এজন্য ফকির, সাধু, দরবেশদের পিছে না ঘুরে তাদের চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এগুলো কিছু মানুষের কুসংস্কার ও অন্ধবিশ্বাস। চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই।