কমলগঞ্জ সংবাদদাতা: “ছেলেধরা গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সপ্তাহব্যাপী কর্মসূচির ৬ষ্ঠ দিনে উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়, চিৎলীয়া জনকল্যান উচ্চ বিদ্যালয় ও নাজির হাসান দাখিল মাদ্রাসায় এমন সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় সচেতনতামূলক বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখেন- কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস, সুহৃদ সমাবেশের উপদেষ্টা সমকালের কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, সুহৃদ সমাবেশের সভাপতি সাব্বীর এলাহী, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক আশহাবুর ইসলাম শাওন, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, নাজির হাসান মাদ্রাসার অধ্যক্ষ মাও. সামছুল ইসলাম, শাহজাহান শাহান প্রমুখ।
এ সকল অনুষ্ঠানে সুহৃদ নির্মল এস পলাশ, প্রভাস সিংহ, সাংবাদিক আহমেদুজ্জামান আলমসহ শিক্ষক শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ছেলেধরা গুজব প্রতিরোধে কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের সপ্তাহব্যাপী আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচী কার্যকর ভূমিকা রাখবে। বক্তারা আরো বলেন, অপরিচিত কোন লোককে সন্দেহ হলে গণপিটুনী না দিয়ে পুলিশ প্রশাসনকে খবর দিতে হবে। অথবা ৯৯৯ কল দিয়ে জানাতে হবে।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধেও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান জানান।