স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানে বৃহস্পতিবার বেলা ১টায় দরিদ্র অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র হিসেবে ২ শতাধিক কম্বল বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বৃহস্পতিবার দুপুরে সীমান্ত এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ গণ-শুনানি শেষে জেলা প্রশাসক চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক মো. ইফতেখার এনামসহ চা বাগান প ায়েত সভাপতি-সম্পাদকসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।