কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের চা শ্রমেিকর ঘরে দুর্বৃত্তের দেওয়া আগুনে ছাগল, হাঁস মুরগিসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শমশেরনগর চা বাগানের ৬ নম্বর শ্রমিক বস্তির লোকমান মিয়ার ঘরে শনিবার দিবাগত রাত ২টায় এ ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে লক্ষাদিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
রোববার সকালে সরেজমিন গেলে চা শ্রমিক লোকমান মিয়া বলেন তার বাড়ির পশ্চিমের মাটির দেওয়াল টিন শেডের ঘরে তার ছেরে বসবাস করতেন। শনিবার সে পারবিারিক কারণে এলাকার বাইরে ছিল। এ সুযোগে রাত ২টার দিকে দুর্বৃত্তরা এ ঘরের উত্তর পশ্চিম কোণে টিনের নিচের কাঁঠের ফ্রেমে আগুন ধরিয়ে দেয়। দ্রুত আগুন চড়িয়ে পড়ে ঘরের টিনের নিচের ছাদ পুড়ে আসবাবপত্র পুড়ে যায়। এ সময় ঘরে রক্ষিক ৩টি ছাগল জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায়। একই সাথে ঘরের বেশ কিছু হাঁস মুরগি পুড়ে মারা যায়। লোকমান মিয়া আরও বলেন তিনি রাত আড়াইটায় প্রস্রাব করতে ঘরে বাহিরে বের হলে ছেলে ঘরে আগুন দেখতে পেয়ে সাহায্যের জন্য চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে তার আগে পুড়ে ঘরের ভিতরের সব কিছু ছাই হয়ে যায়। আগুন লাগানোর আগে দুর্বৃত্তরা এ ঘরের বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন করে তার মাটিতে ফেলে রেখেছিল।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাম ভজন কৈরী বলেন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দুর্বত্তরা আগুন ধরিয়ে পালিয়ে গেছে। তিনি আরও বলেন প্রতিবেশী চা শ্রমিকরা দ্রুত সাহায্য না করলে পুরো শ্রমিক বস্তিতে আগুন ছড়িয়ে পড়তো।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ক্ষতিগ্রস্ত চা শ্রমিক পরিবারকে প্রশাসনিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। তার সাথে পুলিশি তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।