ঢাকা, ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

চার দফা দাবিতে বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৫

ধলাই ডেস্ক: চার দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।

শুক্রবার (২৩ মে) বাদ জুমা হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার আয়োজনে বায়তুল মোকাররমের উত্তর পাশে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এরপর একটি মিছিলও করেন তারা।

হেফাজতের চার দাবির মধ্যে আছে আলোচিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা। বাকি তিনটি হলো- শাপলা ও জুলাইসহ সব গণহত্যার বিচার করা; হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করা।

এই বিভাগের সর্বশেষ