চুয়াডাঙ্গায় ৪০ হাজার মাস্ক বিতরণ করল পুলিশ

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে ৪০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে মাস্ক বিতরণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম। এ সময় লাইনে দাঁড়িয়ে পুলিশের দেয়া মাস্ক সংগ্রহ করেন স্থানীয়রা।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, আমরা চুয়াডাঙ্গায় এক লাখ মাস্ক বিতরণের পরিকল্পনা নিয়েছি। প্রথম পর্যায়ে ৪০ হাজার মাস্ক বিতরণ করছি আমরা। এখানে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা মাইকিং করে মানুষকে সচেতন করছি। এখন মাস্ক দিচ্ছি। এরপর যারা মাস্কবিহীন রাস্তায় চলাচল করবে তাদের আইনের আওতায় আনা হবে।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তারেক হাসান, ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহাবুব হোসেন, শাহাবুদ্দিন আহমেদ ও মাহফুজ হোসেন।