জমি দখলে নিতে কমলগঞ্জে নিরীহ কৃষকের বিরুদ্ধে প্রভাবশালীর একাধিক মামলা ॥ ক্ষুব্ধ গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

স্টাফ রিপোর্ট: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মহেষপুর গ্রামে জমি দখলে নিতে নিরীহ কৃষকের বিরুদ্ধে এক প্রভাবশালীর একাধিক মামলা দিয়ে পুলিশের নির্মম আচরণ ও হয়রানির প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী মানববন্ধন করেছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন ও প্রতিবাদে অংশ নেন।
স্থানীয় গ্রামবাসী অভিযোগ করে বলেন, মহেশপুর গ্রামের প্রয়াত চান মিয়ার ছেলে বাছিত মিয়ার ভিটেমাটি দখলে নিতে একই বাড়ির চাচাতো ভাই প্রভাবশালী বশির মিয়া পাঁচটি হয়রানি মূলক মামলা দিয়েছেন। কমলগঞ্জ থানা ও মৌলভীবাজার আদালতে একের পর এক মামলা দিয়ে নিরীহ কৃষক বাছিত মিয়াকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। সর্বশেষ বশির মিয়ার দায়েরকৃত কমলগঞ্জ থানার একটি মামলায় পুলিশ সঠিক তদন্ত ছাড়াই গত শনিবার ভোর রাতে বাছিত মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে সঠিকভাবে তদন্তপূর্বক গ্রামের নিরীহ কৃষক বাছিত মিয়াকে অব্যাহতি ও মামলাবাজের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এলাকাবাসী মানববন্ধন করেন।
মহেশপুর ও রশীদপুর গ্রামবাসীর আয়োজনের এলাকার প্রবীন মুরব্বী আব্দুল খালিক এর সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহনকারীদের মধ্যে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ছাতির মিয়া, মকবু বেগম, হারুন মিয়া, হান্নান মিয়া, মোমিন মিয়া, হনুফা বিবি, আসিরা বিবি, রায়না বেগম প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, প্রবাসী আলতাফুর রহমান আলতার পিতা বশির মিয়া ধনে বলে বলিয়ান থাকায় অতি নিরীহ কৃষক বাছিত মিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছেন। থানা পুলিশও বিষয়টি সঠিকভাবে তদন্ত না করে প্রভাবিত হয়ে অন্যায়ভাবে শনিবার ভোর রাতে দুই গাড়ি পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করেছে। নিরীহ ব্যক্তির বিরুদ্ধে এ ধরণের অমানবিক আচরণের প্রতিবাদে দুই গ্রামের নারী পুরুষরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। অভিযোগ বিষয়ে বশির মিয়ার বাড়িতে গিয়েও ঘরের দরজা বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
পতনঊষারের স্থানীয় ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসলে বাছিত মিয়া নিরীহ ব্যক্তি। বিষয়টি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হবে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, এক মাস আগের দায়েরকৃত একটি মারামারির মামলায় বাছিত মিয়াকে গ্রেফতার করা হয়েছে।