জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ‘বঙ্গবন্ধু ক্যাম্প’

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯

ধলাই ডেস্ক: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

আফ্রিকার দেশ কঙ্গোতে ‘বঙ্গবন্ধু ক্যাম্প’ নামের এ ক্যাম্পটি গত ৫ ডিসেম্বর উদ্বোধন করেন ইউএনএএমআইডির পুলিশপ্রধান সুলতান আজম তিমুরি।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার এআইজি সোহেল রানা রোববার (৮ ডিসেম্বর)  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ক্যাম্পটি উদ্বোধনের সময় এফপিইউ’র কমান্ডার মোহাম্মদ আবদুল হালিম ও বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা মিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।