ধলাই ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কাঠ ও টিন দিয়ে তৈরি মসজিদটির অধিকাংশই পুড়ে গেছে। পুড়ে গেছে মসজিদে রাখা কোরআন শরিফসহ অনেক ধর্মীয় বই।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের বাড়ির পাশের জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তিনি জানান, মসজিদটি তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের আট ছেলে নির্মাণ করেছেন। কিন্তু এই জায়গা নিয়ে মোহাম্মদ তালুকদারের ভাই আহম্মদ তালুকদারের সঙ্গে বিরোধ চলছে। তবে এই কাজ যারাই করে থাকুক না কেন তারা একটি জঘন্য কাজ করেছে।
মোহাম্মদ তালুকদারের ছেলে আমিনুল তালুকদার বলেন, রাত দেড়টার দিকে মসজিদে আগুন দেখতে পাই। তখন আমি ঘটনাস্থল থেকে চাচা আহম্মদ তালুকদার ও টিপু তালুকদারকে দৌড়ে যেতে দেখেছি। আমার ধারণা তারাই মসজিদে আগুন দিয়েছে।
এ ব্যাপারে টিপু তালুকদার বলেন, বিরোধপূর্ণ জায়গায় আমার ভাতিজা আমিনুলরা মসজিদ নির্মাণ করেছে। এখন তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করছে। আমরা এ ঘটনা ঘটাইনি।