ডেস্ক রিপোর্ট: সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণসহ যাত্রী ও পথচারীদের সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন করেছে পুলিশ।
সোমবার নগরীর চৌহাট্টায় সচেতনামূলক প্রচারণায় যাত্রী ও পথচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএমপি’র উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, অ্যাডিশনাল উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) নিকুলিন চাকমা, অ্যাডিশনাল উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জ্যোতির্ময় সরকার, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ওয়াহেদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের উপ প্রকৌশলী (পরিবহন) আল হাসান শাওন, সিলেট বিআরটিএ’র মোটরযান পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো. শামছুল হক মানিক।
‘সাবধানে চালাব গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, ¯স্লোগান ধারণ করে সচেতনামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে এসএমপি’র ট্রাফিক বিভাগ।