ডেস্ক রিপোর্ট: তিউনিসিয়া উপকূলের জার্জিস শহরের কাছে অভিবাসীবোঝাই নৌকাডুবির ঘটনায় ৮০ জন নিহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ডুবে যাওয়া নৌকা থেকে ৪ জনকে জীবিত করা হয়। এদের মধ্যে একজনকে মারা গেছেন। জীবিত ৩ জন মালির নাগরিক। এখনো ৮২ জনের কোনো হদিস মেলেনি।
জাতিসংঘের অভিবাসন সংস্থা জানায়, লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপগামী ৮৬ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে রওনা হয় নৌকাটি।
এ ঘটনায় উদ্ধার হওয়া মালির তিনজন নাগরিক জানান, তারা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন।
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীরা প্রধান পথ হিসেবে লিবিয়াকেই ব্যবহার করে।
বিবিসি জানিয়েছে, হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়ার বিভিন্ন বন্দি শিবিরে রয়েছে। বুধবার এমন একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত হয়। গত মে মাসে লিবিয়া থেকে ইউরোপগামী একটি নৌকা ডুবে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়।