দুই চেয়ারম্যানের উপস্থিতিতে জমকালো বিয়েতে হাজির র‌্যাব

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও সাভারে দুই ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে লোকসমাগম করে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে র‌্যাব-৪ এর একটি দল ঘটনাস্থলে হাজির হয়। এ সময় বর ও কনে পক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করে বিয়ে বন্ধ করে দেয়া হয়। শুক্রবার বিকালে সাভারের সালেপুর গ্রামে কনের বাড়িতে এ বিয়ের আনুষ্ঠান চলছিল।

র‌্যাব জানায়, সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও পার্শ্ববর্তী বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের উপস্থিতিতে বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বর এবং কনে পক্ষের আটজনকে ৮০ হাজার টাকা জরিমানা কারা হয়। এছাড়া বিয়ের আসরে উপস্থিত থাকা দুই ইউপি চেয়ারম্যানকে তাৎক্ষণিক সর্তক করে ছেড়ে দেয়া হলেও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে জানানো হবে বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, করোনা মোকাবেলায় সরকার সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিলেও তা উপেক্ষা করে দুই ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে বিয়ের এমন অনুষ্ঠান খুবই হতাশাজনক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বিয়ে বন্ধসহ উভয় পক্ষ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিয়ের কার্যক্রম বন্ধের নির্দেশনাও দেয়া হয়।

 

সূত্র: জাগো নিউজ….