ধলাই ডেস্ক: ঢাকার ধামরাইয়ে চোরাচালানকালে ২৫ ভরি স্বর্ণসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আটকদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের পটল এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার বাইশাকান্দা ইউনিয়নে কামাল হোসেনের বাড়িতে স্বর্ণ চোরাকারবারি চক্রের সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। পরে ওই বাড়ি ও আশাপাশের এলাকা থেকে চোরাকারি চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২টি স্বর্ণের চেইন, ২টি স্বর্ণের বার, ১টি স্বর্ণের ব্রেসলেট, স্বর্ণের আংটি ২টি, রেডমি নোট-৮ মডেলের ১টি মোবাইল ফোন ও চোরাকারবারে ব্যবহৃত এক্স সিলভার কালার প্রাইভেট কার আটক করা হয়।
এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক সাহা বলেন, রাতে অভিযান চালিয়ে ৫ স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রিমান্ড চেয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।