নানা শ্রেণি-পেশার মানুষকে মঞ্চে ডেকে সমস্যার কথা শুনলেন তারেক রহমান

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬

ধলাই ডেস্ক: নির্বাচনি সমাবেশে ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আনুষ্ঠানিক প্রচারের দ্বিতীয় দিনে নিজ আসন ঢাকা-১৭-তে সাধারণ মানুষের কাছে ভোট চান তিনি। এসময় তিনি ওই এলাকার সমস্যার কথা জানতে শ্রমজীবী মানুষ, গৃহিনী, শিক্ষার্থীদের মঞ্চে ডেকে মাইক তুলে নেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ঢাকা-১৭ নির্বাচনি আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে ভাসানটেক থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিআরপি মাঠে আয়োজিত জনসভায় এমনটা করেন তারেক রহমান। সমাবেশ মঞ্চে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও ছিলেন।

বক্তব্যের সময় তারেক রহমান ডেকে ডেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মঞ্চে নিয়ে চেয়ারে বসান। পরে ভ্যানচালক জুয়েলকে ডেকে মাইক তুলে দিয়ে নাম, পরিচয়, কতদিন ঢাকায় থাকেন, বাড়ি কোথায়, কী কাজ করেন এবং এই এলাকার সমস্যা সম্পর্কে জানতে চান।

বলেন, আমিও এই এলাকার ভোটার। বলেন আপনাদের কী সমস্যা? বিএনপি ক্ষমতায় এলে কী করতে হবে আপনাদের জন্য?

মাইক হাতে নিয়ে কথা বলতে শুরুতে কিছুটা দ্বিধাবোধ করলেও পিঠ চাপড়ে ভ্যানচালক জুয়েল মিয়াকে অভয় দেন তারেক রহমান। পরে তিনি বলেন, আমরা এখানে বস্তিতে থাকি। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

তখন তারেক রহমান সমাবেশে থাকা অন্যদের কাছে জানতে ভ্যান চালকের দাবির সঙ্গে তারাও একমত কি না। পরে সবাই সমস্বরে হ্যাঁ বলে জবাব দেন।

পরে তারেক রহমান মঞ্চে ডাকা গৃহিনী ও শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন। তাদের কাছে সমস্যার কথা শোনেন।

সূত্র: ঢাকা মেইল…