ধলাই ডেস্ক: নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও পাতলা পায়খানা নিয়ে ভর্তি হয় জলঢাকা উপজেলার ধর্মপাল ইউপির মাঝাপাড়ার এক কলেজ ছাত্র। নমুনা পরিক্ষায় তার পজিটিভ ফল আসে।
সোমবার এই ফল আসার পর রাতেই আক্রান্ত ছাত্রের বাড়ীসহ পার্শ্ববর্তী সাতটি বাড়ি লকডাউন ও ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক, নার্স, বয়, কর্মকর্তা-কর্মচারীসহ ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম জানান, তিন চিকিৎসকসহ ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. রনজিত কুমার বর্মন জানান, আক্রান্ত যুবককে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে।