ধলাই ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচর ও বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুবর্ণচর উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. রাসেল, হাতিয়া উপজেলার জোড়খালী গ্রামের আজিজুল হকের ছেলে নোমান হোসেন। তবে বেগমগঞ্জের কাদিরপুরের নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
চরজব্বার থানার ওসি শাহেদ উদ্দিন জানান, সুবর্ণচর উপজেলার তালতলি এলাকার মুকবলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি অটোরিকশা যাচ্ছিল। তোতার বাজার দক্ষিণে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে পৌঁছালে একটি কাভার্ডভ্যান সামনে থেকে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাসেল ও নোমানকে মৃত ঘোষণা করেন। বাকিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ জানান, উপজেলার কাদিরপুর ইউপির সাহেবের হাট-পাকমুন্সিরহাট সড়কে গয়েছপুর এলাকায় বালুবোঝাই পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হয়েছেন আরো দুইজন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।