পল্টনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২
সংগৃহীত

ধলাই ডেস্ক: রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। নেতাকর্মীরাও পাল্টা ইট-পাটকেল ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে।

আজ (বুধবার) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়।

এদিকে বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন বলে জানা গেছে।